প্রকৃতি

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

 শমিতা ভট্টাচার্য 

প্রকৃতির বাইরে আর ভেতরে প্রকৃতি...

খুঁজে ফিরে চেতনার আলো,

নিবিড় আঁধার যেথা উজ্জ্বল হয়ে

নশ্বর জীবন লাগে ভালো।


এ ধরাতে আছে যা কিছু

রূপরসগন্ধ হয়ে ভাসে

তোমার শরৎ নিয়ে শিউলি

আজও দেখি কাশফুল হাসে।


নারী রূপে শক্তির পূজা

লাঞ্ছিত ধর্ষিত নারী...

আজও দেখি অসুরের দল

টেনে যায় কৃষ্ণার শাড়ি!!


তবু তুমি এসে দেখা দাও,

নারী রূপে পূজাটুকু নাও।

আনন্দে ভাসে এ ভুবন,

সব ভুলে খুশি হয় মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...