ঘুণ ধরা মন

অভিজিৎ পাল
[প্রতাপ : অনলাইন-১৮]

। অভিজিৎ পাল ।


নোনা জলের সাথে সখ্যতা বাড়িয়ে

একদা সমুদ্র গড়ি, 

ঠোঁটে লবণাক্ত নেশা লেগে থাকে

একটিবার ছোঁয়ে দেখার প্রবল ইচ্ছায়। 

বোবা আড়ষ্টতা দুহাত চেপে ধরে

মৌনতা এসে রীতিমতো শাসিয়ে যায়, 

কুয়াশাচ্ছন্ন রাতের অন্ধকার 

নিয়ন বাতির আলোয় আরও গাঢ় হয়। 


কতকাল কেটে গেছে

তোমার ঐ উন্মুক্ত বুকে

মাথা পেতে মুক্তির শ্বাস নেইনি

পুরনো সেই সুখে । 


জোনাকি আলোয় মাঝে মাঝে 

বিভ্রম সৃষ্টি হয়...... 

ঠোঁটের শুকনো কাঠে সিগারেট ছারখার, 

ঘুণে ধরা মনে ছড়িয়ে ছিটিয়ে সন্ন্যাস

শয়ে শয়ে অক্ষর জ্বলছে -

আর একাধারে প্রসূতির চিৎকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...