নিশীথে

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

মানসী সিনহা

সময় যখন ফুরোয়

   বিবর্তন এবং পরিবর্তন নামক

             জাগতিক শব্দ গুলো

খুউব ভয়ংঙ্কর

          আতংকময় হয়ে উঠে

নিঃশব্দে অমানিশা নেমে

      একটি একটি করে

       সর্পিল গদ্য গুলো

      এগিয়ে আসে

সাগরের বুকে পিরামিড নির্মাণ করবে বলে

     পিরামিডের গম্বুজে

      সভ্যতার অশ্রু ঝরে

  কোনো এক অসাধারণ সময়ে

অসাধারণ থেকে সাধারণে অবনমিত হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...