![]() |
রুমা দাস |
। রুমা দাস ।
প্রতিদিন সূর্যের আলোয় মিশে যায় লড়াইয়ের গল্প,
বাবার কপালে চেনা ভাঁজগুলো
নিঃশব্দে বলে যায় ক্লান্তির ইতিহাস।
আমি দাঁড়িয়ে থাকি তার পাশে,
নিজের স্বপ্নকে নতুন রূপ দিতে।
আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা ছিল একদিন,
আজ তার বদলে খুঁজি পায়ের তলায় মাটি।
বাবার হাতে শীতল ছায়া হতে চাই,
তার সংগ্রামের ভার ভাগ করে নিতে চাই।
প্রতিটি ভোরে প্রতিজ্ঞা করি,
আজ আরও এক ধাপ এগোব।
নিজের পায়ে দাঁড়ানোর এই প্রচেষ্টা,
বাবার শান্ত মুখের প্রতিশ্রুতি হয়ে রইলো।
জানি, এ পথ দীর্ঘ, ক্লান্তি ঘিরে ধরবে,
তবু থামি না, হৃদয়ে বুনে রাখি আলোর রেখা।
একদিন হয়তো জয়ের মঞ্চে,
বাবার হাসি হবে আমার সবচেয়ে বড় অর্জন।
এ লড়াই শুধু স্বপ্ন নয়,
এ লড়াই এক অঙ্গীকার।
বাবার পাশে দাঁড়ানোর গর্বে,
নিজেকে নতুন করে গড়ি প্রতিবার।
"বাবার কপালে চেনা ভাঁজগুলো নিঃশব্দে বলে যায় ক্লান্তির ইতিহাস"...কোন ভাষা .....নেই দুর্দান্ত। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা কবিকে।
উত্তরমুছুনআপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ!
মুছুনখুব সুন্দর কবিতা
উত্তরমুছুনআপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
উত্তরমুছুন