শরতের আঘ্রাণ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

         শর্মি দে

তোমায় একটা চিঠি লিখবো

কী নিয়ে লিখবো ভেবে মনটা হাহাকার করে।

চাঁদের দিকে তাকাতেই সে বললো

"আমার শরৎ আসুক, সেখানেই লেখো!"

 

অভিমানে মেঘ ফিসফিসিয়ে বললো

"আমি যে শরতের পিয়াসী।"

শহর ভাঙা পথের ধুলো উড়িয়ে হাসলো

"আমার পথ নিয়েই তো লিখতে হবে তোমায়!"

 

পাহাড় নীরব

সে এখনো ভুলতে পারেনি শ্রাবণ।

মাটি গড়িয়ে হেসে বলে উঠলো

"আমি ছাড়া তোদের দুগ্গা কোথায় হবে?"

 

কাশফুল গলায় জড়িয়ে নরম চুমু দিয়ে বললো

"আমাকেই লেখো,

আমি তো তোমার অন্তরের কথারই প্রতিধ্বনি।"

 

কথা দিলাম,

আমি তাদের সবাইকে নিয়ে লিখবো...

সবাই যে শরতের রঙে-গন্ধে ভিজে আছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...