এক মুঠো ভাত

শুভম দাস

 [ প্রতাপ : অনলাইন-১৬ ]

। শুভম দাস ।

সেই খিদের পেট কি আর জানে 

ধর্ম ও জাতপাত।

উদর জ্বালায় খেটে মরে 

পেতে এক মুঠো ভাত।।


সেই খিদের পেটকে দেখাবে কে

স্বপ্নের দুনিয়া।

কে বলবে!

জীবনটা বদলে যাবে তার

লেগে শিক্ষার খানিক হাওয়া।


যে হাতের,

কথা ছিলো..

খেলনা হাতে কাটবে।

সেই দুটি হাত পেটের দায়ে..

কারখানাতে খেটে মরছে।।


হয়তো তার জন্মদাতা নেশার ঘরে জড়িয়েছে,

জন্মদাত্রী জন্ম দিতে মৃত্যু মুখে ঢলেছে।

তাইতো খিদের জ্বালায় আজ সে,

শেট বাবু অফিসারদের..

কাছে ভিক্ষা চাইছে।।


হয়তো কারো দু মিনিটের ফলস্বরূপ

সাজা সে ভোগ করছে।

এতিম হয়ে বাবুদের স্বল্প মাইনের 

মুনাফার অঙ্ক সেজেছে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...