। পরিমল কর্মকার।
উনিশ তুমি শুধু দুটি সংখ্যা নও,।
তোমার ভিতরে রয়েছে মাতৃভাষা কেড়ে নেওয়ার বুলেটের গন্ধ।
রক্তে ভেজা শহীদের আত্মত্যাগে ভাষা সম্মান বাঁচিয়ে রাখার চেতনা।
উনিশ শিখিয়েছে অসাম্প্রদায়িক বহুভাষিক ঘরানা--
তাইতো সব ভাষাকে সম্মান করি,
হোক সে আমার জানা অজানা।
উনিশের আগমনে --
হ্নদয়ের স্পন্দনে স্পন্দনে,
জেগে উঠে সুরে- ছন্দে কবিতা গানে।
প্রতিধ্বনিত হয় প্রাণের মাতৃভাষার টানে।
ভাষা শহিদের আত্ম বলিদানে,
জন্ম দিয়েছে উনিশ যারা।
ওরা শত যুগ ধরে অমর থাকবে,
হবো না আমরা মাতৃভাষা হারা।
উনিশ তুমি ভুলে যেতে দিও না " জান দেবো তবুও জবান দেবো না " এই মহা মন্ত্রকে,
আভিজাত্য আর সময়ের স্রোতে যেন না যাই ভুলে আমার প্রাণের মাতৃভাষাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন