একটি নতুন ভোর


প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)


। বিষ্ণুপদ দাস ।

 

একটি নতুন ভোর আবার আসুক

ধরণী নতুন করে মধুর হাসুক।

নবীন আলোর বানে সব ধুয়ে মুছে

বিভেদের গ্লানি যত যাক চলে ঘুচে।

 

হিংসার আগুন সব নিভে বিলকুল

সর্বত্র উঠুক ফুটে প্রেমের মুকুল।

হাসুক খেলুক লোক থেমে যাক রণ

 আনন্দে মগন হোক সবাকার মন।

 

শুভ নবযুগ শুরু হোক ধরাময়

মানুষ মানুষ বলে পাক পরিচয়।

শান্তি স্বস্তি বিরাজিত হোক চিরতরে

সভ‍্যতা এগিয়ে যাক সুন্দর শিখরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...