লেখা প্রকাশের নিয়মাবলী

আমাদের অনলাইন সংস্করণে লেখা প্রকাশের নিয়মাবলী

১. প্রথমবারের মতো যারা আমাদের এখানে লেখা প্রকাশ করতে ইচ্ছুক তাদের

a) Facebook এ নিজের নামে একাউন্ট থাকতে হবে এবং লেখার সাথে নিজের ফটো প্রকাশ করার অনুমতি দিতে হবে আমাদের।

b) Facebook এ প্রতাপ page কে Follow করতে হবে। 

c) প্রতাপ page এ প্রকাশিত যেকোন তিনটি পোষ্টকে Share করতে হবে।

d) লেখা প্রকাশ হওয়ার পর নিজের লেখার লিংক Facebook Post & WhatsApp Status ছাড়াও নিজের মোবাইলে থাকা সব WhatsApp নম্বরে Share করার অঙ্গীকার করতে হবে।

e) নিজের লেখার লিংক Facebook Post & WhatsApp Status ছাড়াও নিজের মোবাইলে থাকা সব WhatsApp নম্বরে যারা Share করবে না তাদের লেখা Unpublished বা Delete করে দেওয়া হতে পারে।

২. সদ্য প্রকাশিত সংখ্যায় 100+ views অর্জনকারীদের মধ্যে যার লেখা সর্বাধিক views পাবে অথবা যাদের লেখা 300+ views পাবে তাদের সবার লেখা দ্বিতীয়বার নেওয়া হবে।

৩. যারা সাহিত্য জগতে আমাদের টিকে থাকতে বা প্রতাপ এর প্রচার এবং প্রসারে সহযোগিতা করবে তাদের লেখা আমরা কোনরূপ শর্ত ছাড়াই নেব।

বিশেষ দ্রষ্টব্য :

১. প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে লেখার স্ক্রিনশট যারা ব্যবহার করবে তাদের লেখা পরবর্তীতে আর নেওয়া হবে না। 

২. 100+ views না আসা পর্যন্ত পরবর্তীতে আর লেখা নেওয়া হবে না।

৩টি মন্তব্য:

  1. আমি রাজি,শুধু ওয়াটস আপের ব্যাপারে শেয়ার করার বিষয় টা বুঝতে পারলাম,তবে সহযোগিতা করতে আগ্রহী।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. WhatsApp এ বিভিন্ন Group এবং আপনার Contract এ আছে এমন সবাইকে লেখার লিঙ্ক।

      মুছুন
  2. আমি রাজি,শুধু ওয়াটস আপের ব্যাপারে শেয়ার করার বিষয় টা বুঝতে পারলাম,তবে সহযোগিতা করতে আগ্রহী।

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...