। সুরজ কুমার নাথ ।
সময় হয় না কথা বলার, ভালোবাসার
সময় হয় না খোলা আকাশের গায়ে ছবি আঁকার।
টেবিলের উপর রবি নজরুল সুকান্তের কবিতায় জমে ধুলোর আস্তরণ,
সময় হয় না সেগুলোতে নিজের জীবন খুঁজে পাওয়ার।
সময় হয় না বন্ধুদের সাথে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়ার।
সময় হয় না অসুস্থ মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়ার
কিংবা আমাদের জন্য খেটে খেটে বৃদ্ধ বাবার শেষ কটা আবদার শোনার
।
বাইরে অনেক কিছু খুঁজে নিতে নিতে একবার সময় হয়ে উঠে না নিজেকে
খুঁজে নেওয়ার।
সময়ের হাতে আমরা চেতনা নই,এক একটা মাংস পিন্ড মাত্র, যাকে সময় করছে গ্রাস অবিরাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন