বরাভয়

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

  মমতা চক্রবর্তী

কুচক্রী, বিশ্বাসঘাতকের ভারে

মাটি কাঁদছে

অনাদরে , অপমানে হারিয়ে যাচ্ছে

বনস্থলি ...

বুকের আর্তনাদ দাবিয়ে

রেখেছে

ফসলের মাঠে, নদীর চরে,

 ঘরের দাওয়ায়

 কেবল দুঃখ নিয়ে ঋতুগুলি

 ঘুরেই চলেছে অবিরাম ...

 আর কিছু নয়

চাই শুধু বরাভয়

এই মাটি, এই দেশ

বাঁচুক নির্ভয়ে

"য়া দেবি সর্বভূতেষু শান্তি রূপেন সংস্থিতা:"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...