বরাভয়

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

  মমতা চক্রবর্তী

কুচক্রী, বিশ্বাসঘাতকের ভারে

মাটি কাঁদছে

অনাদরে , অপমানে হারিয়ে যাচ্ছে

বনস্থলি ...

বুকের আর্তনাদ দাবিয়ে

রেখেছে

ফসলের মাঠে, নদীর চরে,

 ঘরের দাওয়ায়

 কেবল দুঃখ নিয়ে ঋতুগুলি

 ঘুরেই চলেছে অবিরাম ...

 আর কিছু নয়

চাই শুধু বরাভয়

এই মাটি, এই দেশ

বাঁচুক নির্ভয়ে

"য়া দেবি সর্বভূতেষু শান্তি রূপেন সংস্থিতা:"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...