কবি তুমিই কবিতা


। মোঃ পারভেজ ইসলাম আনন্ত ।

— আপনি কবি মানুষ,

আপনি যা লিখবেন, সেটাই সাজানো গোছানো হবে।

আমি ছোট্ট মানুষ,

আমি কি বা লিখতে পারি?


— তুমি জানো, ছোট্ট মানুষ,

শব্দ সাজানো কোনো প্রতিভা নয়,

ওটা হৃদয় বোঝার ক্ষমতা।

তুমি যত সোজা,

তোমার অনুভূতিই তত কবিতা।


— কিন্তু আমি তো জানি না কোন শব্দ কোথায় বসাতে হয়…


— ওসব শব্দের ঠিকানা লাগে না।

যেখান থেকে মন কথা বলে,

সেখানেই কবিতা জন্ম নেয়।


— তবু আমি ভয় পাই,

যদি কেউ আমার লেখা বুঝতে না পারে?


— যে বুঝবে, সে খুঁজবে তোমার ভেতরের আলো।

যে বুঝবে না,

তার চোখ এখনো বন্ধ।


— তাহলে কি আমি লিখব?

এই ছোট্ট মন দিয়ে?


— লিখো।

শব্দে নয়, সত্যিতে ভর দাও।

যদি তোমার মন সৎ হয়,

তোমার প্রতিটি বাক্যই কবিতা হয়ে যাবে।

— মানে, কবিতা মানেই আমি?


— হ্যাঁ,

তুমি যদি অনুভব করো,

তাহলে তুমিই কবিতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...