শরতের আকাশ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
 

অপর্ণা কুমার

শরতের নীল আকাশে

ভাসে আগমনীর সুর,

মা দুর্গার আগমনে

দূর থেকে যায় মিলে সুর।


বাঙালির মনে প্রাণে

আজ শুধু আগমনীর গান,

মা দুর্গার আগমনে

সব দুঃখ ঘুচে যান।


দোলনা দুলে কাশের বনে

এলো মেলো সব হাওয়া,

এই লক্ষণ প্রকাশ করে

মায়ের এসে যাওয়া।


শিউলি ফুলের গন্ধ ছড়ালো

মনে বনে চারদিকে,

আকাশে বাতাসে ভেসে

বেড়ায় নিত্য গীতে।


আবার পূজো এলো ফিরে

সবার মন উজ্জ্বল করে,

শরতের নীল আকাশে

এক নতুন আলো জেগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...