স্মৃতিরেখা

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

              শিপ্রা দাস

আকাশ নীল - নীলাভ আঁচল, কোথাও সাদা ভেলা

জুড়ে আছে, শরতের মায়ামাখা সুগন্ধ।

কোন ক্ষোভ নেই, কোন কষ্ট নেই,

অথচ নীরবতায় নিবিড় হয়ে আছে

হারিয়ে যাওয়া দিন, আনমনে খুঁজে..

স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে,

খুব ইচ্ছে করছে, আবার ফিরে..

সবুজ মাঠে লাল -নীল -সবুজ -হলুদ

মাঠ জুড়ে তিতলিদের পাখনায় মিশে যেতে

হারিয়ে যাওয়ার বড্ড ইচ্ছে, নিস্তব্ধতা ভেদ করে,

মুখরিত আকুল করা হৃদয় নিঙড়ানো গীতে

পারবো কি আবার..?  সেই স্বর্ণালী দিনগুলোতে..

কানে বাজছে যে, তাদের কলতান

আনন্দ আর দুরন্তপনায়, জীবন ভরা স্বপ্নে আকুল

নিষ্প্রাণ মাঠ, আর উদাস আকাশ,

মন কেমন করা নির্জনতায়

সোনালী রোদ্দুরে লুকোচুরি খেলায়..মৌমাছিরা..

সজীব প্রাণবন্ত স্মৃতিরেখা, অপেক্ষায় ..

দিনগুলো ফিরে পাবার অফুরন্ত আশায়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...