। সুরজ শুক্লবৈদ্য ।
উনিশো একষট্টির সেই উনিশে মে,
নিশি কেটে রবি যেন উদিল থেমে,
'বাংলা' নিয়ে মাতামাতি লাগিল যখন
প্রতিবাদের সাহায্য নিতে হলো তখন,
চারিদিক ক্ষোভ সহ শুধু অনশন—
ভিড়ে ভরা মিছিল, যা শিলচর রেলওয়ে ষ্টেশন।
বাংলার সন্তান তারা, বাংলাকে করিয়া প্রণতি
ভাষায় বাংলার গাঁথা, তাতেই বসতি।
প্রখর রোদে সেই গ্রীষ্মের দুপুর,
শহরখানি উত্তেজনায় বাজে— বাংলা ভাষার নুপুর;
সৈন্য একঝাঁক সেথায় আক্রমণী নেশা,
'বুলেট'– নিক্ষেপ হয়, উদ্দেশ্যে নিরীহ পেশা
রক্তাক্ত পশিল দেহ,হয়ে অচেতন–
সিঁদুরছোঁয়া,পুত্রমোহ—কত কি সম্বন্ধ!
ষ্টেশনের মেঝেতে শহীদ এগারো বীরজন।
সাহসী ওই মেয়ে 'কমলা', বাংলা ভাষার মান,
বাংলাকে উদ্ধারিল সেই ছোট্টটি প্রাণ।
বাংলা বাঙালীর ভাষা,বাংলা মোদের সাহস,
প্রণিপাত করি সেই পরাক্রম, উনিশের একাদশ।।
উনিশের একাদশ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
এই সময়টা আমার নয় । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...
-
তোমারই নামে । মাম্পী দাস। আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই যাকে নাকি খোলা দায়! পাঠক বললে তো তোমায় বলি সেরা যে বইটি শু...
-
শূন্য মনের মানুষ । মাম্পী দাস । আমি নির্জন অন্ধকারে আগাছায় পড়ে থাকা একবিন্দু শিশির সূর্য...
-
রোদেলা দুপুর । কুসুম কলিতা। দুপুরের প্রখর রোদে জর্জরিত শরীর একটু শীতল বাতাস চাই, ঝিলিমিলি করে রবির তীব্র রোদে কোনো ধরনের শান...
-
বহুরূপী । সুচরিতা দাস । আজকাল অসুরদের মুখ ঠিক যেন মানুষের অবয়ব, নেতিবাচক চিন্তা তাদের কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। পুরো কবি...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)
প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...

Well done Suraj, keep it up 👍.
উত্তরমুছুনDonnobaad bhai😍
মুছুনখুব সুন্দর, শহীদ শুভেচ্ছা।
উত্তরমুছুনখুন সুন্দর 👌
উত্তরমুছুন