উনিশের একাদশ

। সুরজ শুক্লবৈদ্য ।


উনিশো একষট্টির সেই উনিশে মে,

নিশি কেটে রবি যেন উদিল থেমে,

'বাংলা' নিয়ে মাতামাতি লাগিল যখন

প্রতিবাদের সাহায্য নিতে হলো তখন,

চারিদিক ক্ষোভ সহ শুধু অনশন—

ভিড়ে ভরা মিছিল, যা শিলচর রেলওয়ে ষ্টেশন।

বাংলার সন্তান তারা, বাংলাকে করিয়া প্রণতি

ভাষায় বাংলার গাঁথা, তাতেই বসতি।


প্রখর রোদে সেই গ্রীষ্মের দুপুর,

শহরখানি উত্তেজনায় বাজে— বাংলা ভাষার নুপুর;

সৈন্য একঝাঁক সেথায় আক্রমণী নেশা,

'বুলেট'– নিক্ষেপ হয়, উদ্দেশ্যে নিরীহ পেশা

রক্তাক্ত পশিল দেহ,হয়ে অচেতন–

সিঁদুরছোঁয়া,পুত্রমোহ—কত কি সম্বন্ধ!

ষ্টেশনের মেঝেতে শহীদ এগারো বীরজন।

সাহসী ওই মেয়ে 'কমলা', বাংলা ভাষার মান,

বাংলাকে উদ্ধারিল সেই ছোট্টটি প্রাণ।

বাংলা বাঙালীর ভাষা,বাংলা মোদের সাহস,

প্রণিপাত করি সেই পরাক্রম, উনিশের একাদশ।।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...