পুজোর আনন্দ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

 রাখী দাস 

একটি বছরের অপেক্ষাটা

শেষ হলো তাই,

পুজোর জন্য সবাই মিলে

শপিং করতে যাই।।

 

কিনব নতুন জামা-কাপড়

সাজব মেচিং করে,

শিউলি ফুলের গন্ধে আমার

মনটা যে যায় ভরে।।


ষষ্ঠীতে মা আসবে সবার

মন্ডপে-মন্ডপে,

শঙ্খ্য-ঘন্টাঢাকের তাল

আর গন্ধ ধুনা-ধূপে।।


সপ্তমীতে ঘুরতে গিয়ে

কতোই না মজা হবে,

নানান থিমে সাজানো প্যান্ডেল

দেখতে সবাই যাবে।।


অষ্টমীতে অঞ্জলী আর

নবমীতে প্রসাদ,

দশমীতে বিদায় বেলা

থাকবে মনে বিষাদ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...