। নিয়তি ।
বলব কি করে মনের জ্বালা তোমায়
জীবনমানেই তো জ্বলন্ত প্ৰদীপ
কালোতে সারাটা মহিমা ভাসালো।
সারাবেলা খেটে খেটে
বিকেলে পান্তা জুটে,
জাগে প্ৰাতে নিদ্রে শেষে
সারাবেলা যায় হেসে।
এটাই কি নিয়তির পরিহাস
ললনা বলেই কি শুধু ছলনা,
হাসিমনে কত লাঞ্চনা গঞ্জনা
নীরবে সয়ে যায় কেও তো দেখেনা।
। বর্ষা সুন্দরী ।
টিপ টিপ বৃষ্টি ঝরে
ঘুরঘুর মেঘ ডাকে,
ভেক ডাকে মেগ মেগ
শিখী নাচে কেক কেক।
টুপ টুপ হাঁটে শিশুরা
মাথা দিয়ে লাল ছাতা,
ভেসে যায় খরস্রোতা ডাঙা,
খুশিমনে সাঁতার কাটে হংসবালিকা।
অঝোরে বৃষ্টিধারা নৌকায় তুলে পাল
শক্তহাতে মাঝি ধরেছে হাল,
দিবাকর হাসিবে আবার গাইবে গানপাখি
সবাই মিলে স্নিগ্ধ আকাশ দেখি।।
কবিতাগুলোর উপজীব্য বিষয় , শব্দ চয়ন, গঠনশৈলী ও শিল্পকর্ম অত্যন্ত মনোগ্রাহী তাই খুব ভালো লাগলো । কিছু কিছু শব্দের আধুনিক রূপ দিলে আরো ভালো হতো । আরো লিখতে থাকুন । পড়ে তৃপ্তি পাবো । ধন্যবাদ ।
উত্তরমুছুন