একটি মেয়ের কান্না

        রাজু দাস

 

আমি একটি মেয়ে এটাই কি আমার অপরাধ

না কি হয়ে মেয়ে জন্ম নেওয়া ভুল?

কতো বীর বীরাঙ্গনার রক্তে রাঙানো

স্বাধীন দেশের বুকেও আজ আমরা

দিন দিন পরাধীনতায় ভুক্তভোগী?

জানি এর কোনো বিচার নেই

 

আমি একটি মেয়ে হয়ে বলছি,

যে দেশে এতো এতো নারী সুরক্ষা

আইন থাকার সত্যেও কেন? একের পর

এক মেয়েকে আজ রাস্তার শিয়াল

 কুকুরের আহার হতে হচ্ছে!

 

আমি একটি মেয়ে হয়ে বলছি!

আমারাও মানুষ মা'র জাত

 আমাদেরও বাঁচার অধীকার আছে

 সবার মতো কিন্তু বাঁচতে পারছি না

 কেনো জানো দেশের নারী সুরক্ষা

 আইন ঠিকই আছে তবে এটা শুধু

 আইনের খাতার পাতার সৌন্দর্য

 

আমি একটি মেয়ে হয়ে বলছি?

 কোথায় আজ দেশের এতো এতো

 নারী সুরক্ষা আইন ব্যবস্থা?  না কি

 সবাই মৌনো ব্রতে মত্ত, কেন? কিসের

 জন্য? এই দেশের মেয়েরা সব কিছু

 বঞ্চিত, যে দেশে মেয়েদের পুজো করে

 আবার ওই দেশেই ধর্ষনের সংখ্যা উর্ধে

 বাহ: রে আমার  মহান দেশ!

ডিজিটাল ভারত

আমি একটি মেয়ে হয়ে বলছি স্যার

আপনারা কি করে বুঝবেন একটি

মেয়ের কান্নার,অসহায়তার অনুভূতি

আপনরা তো চোখের নোনতা জলের স্বাদ নিতেই জানেন,

একটি মেয়ের বুক ফাটা চাপা কষ্ট

শুধু একটি মেয়েই বুঝবে,

বুঝলেন স্যার! 

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

৪টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...