ভালোবাসি


 সুস্মিতা দাস চৌধুরী

 

ভালো আমিও বাসি

শুধু চেপে যে রাখি

কবে বুজবে যে তুমি

সেই কথা ভাবি আমি

 

রেখেছি যত্নে, হৃদয়ের মাঝে

আমাকে অবহেলা করা

      তোমার কি সাজে?

কেন কর এত অবহেলা

কেটে যায় আমার

তোমাকে নিয়ে ভাবতে বেলা

 

ভালো যদি নাই  বাসো

কেন আমার পিছনে এসো

কেন অধীর চোখে চেয়ে থেকো

তুমি কি তখন আমার কথা ভাবো?

 

 শুধু মনে পড়ছে তোমার কথা

তাই হৃদয়ে এত ব্যথা

 জানিনা তুমি কতটা  দূরে

আছো আমার হৃদয় জুড়ে

 চোখের কিনারে মনের দুয়ারে

ঘুরে বেড়াও সারাটা ক্ষণ

 

মনে পরে শুধু তোমায় প্রতিক্ষণ

[প্রতাপ : ১৬তম সংখ্যা] 

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...