ভারসাম্য

চন্দন পাল
[প্রতাপ : অনলাইন-১৮]

। চন্দন পাল ।


জানিস কবিতা, 

শুধু প্রস্ফুটনেই একমাত্র জয়! অনিশ্চিত,

'বীরভোগ্যা বসুন্ধরা' তাও প্রশ্নবোধক !

নিগ্রহ আর মানক্ষয়ের দাগ দেখ করমচাঁদে।

 

নেতাজি, রবি, রোকেয়ার আলোতেও কাদাঝড় !


কঙ্গনা আল্লু আমীর ধোনিরাও বিমূঢ়, - একমুঠো অবিমৃশ্যের রাজে।


ভারসাম্যবোধ বড় দায়!

সুশীল, শালিন, বিচক্ষণ, মিষ্টভাষ আর কৃতিত্ব টালমাতাল, 

পরশ্রীকাতর বাকসন্ত্রাসীর অস্থির আচরণে।


একদিন বোধের আলো ফুটবেই মাতৃভূমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...