![]() |
চন্দন পাল |
। চন্দন পাল ।
জানিস কবিতা,
শুধু প্রস্ফুটনেই একমাত্র জয়! অনিশ্চিত,
'বীরভোগ্যা বসুন্ধরা' তাও প্রশ্নবোধক !
নিগ্রহ আর মানক্ষয়ের দাগ দেখ করমচাঁদে।
নেতাজি, রবি, রোকেয়ার আলোতেও কাদাঝড় !
কঙ্গনা আল্লু আমীর ধোনিরাও বিমূঢ়, - একমুঠো অবিমৃশ্যের রাজে।
ভারসাম্যবোধ বড় দায়!
সুশীল, শালিন, বিচক্ষণ, মিষ্টভাষ আর কৃতিত্ব টালমাতাল,
পরশ্রীকাতর বাকসন্ত্রাসীর অস্থির আচরণে।
একদিন বোধের আলো ফুটবেই মাতৃভূমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন