বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

মৃদুলা ভট্টাচার্য -র দুটি কবিতা

।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।

কবিতার শহর

প্রতিদিনের শরীর জুড়ে ছড়িয়ে থাকা  কিছু

অক্ষর ক্রমশ জড়ো হয়ে সৃষ্টি হওয়া শব্দ

বিন্যাসে হয়ে ওঠে এক একটি কবিতা।

যে অক্ষরগুলো ধরা দেয় না সবার চোখে,

শুধু একজন কবিই দেখতে পান ওইসব

অক্ষরের শব্দবীজ, আর ওইসব শব্দবীজের

রোপণ বিন্যাসে একজন কবি গড়ে তুলেন

সুদৃশ্য সাজগুজে কবিতার শহর ।

যে শহরে পাওয়া যায় সুন্দরের ব্যাখায় সুখ

দুঃখের বিষাদ অবসাদেও প্রেম ভালোবাসার

সুরভিত আঘ্রাণ আনন্দ ।

----

অনুভবের ফুলকি

সময়ের হাত ধরে বয়ে চলা দিনকে সামনে

রেখে চেতনার অর্ধেক উন্মুখতায় অনুভবের

ফুলকি ঝরায় কখনো কখনো রোদ-বৃষ্টির
ধৈর্য হারা প্রতাপ।

মুখ থুবড়ে পড়া মেধা যেন সভ্যতার যাচাইয়ে

আকাশের বুকে খোঁজে বোধের চেতনাবিন্দু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...