ফেসবুক

 

। সুজিতা দাস ।

 

অনেক মানুষের দ্বারা নির্মিত এই ফেসবুক

হারিয়ে গেছে নববর্ষের দিনে অনেক পরিচিত মুখ


এখানে যে যার মত যায় আসে 

বিপদে কেউ থাকেনা পাশে 


কিন্তু সবাই সবাইকে বন্ধু বলে ডাকি

সেই বন্ধু শব্দের অর্থ কজনই বা জানি 


হঠাৎ করে হারিয়ে যায় চেনা মানুষজন

তবুও ভাবে তারা আমার খুবই আপনজন 


এখানে কেউ রাখি না কারোর খোঁজ

তবুও প্রত্যেকে সম্পর্ক গড়ে তুলি রোজ


ফেসবুক নাকি বিশ্বটাকে এগিয়ে নিচ্ছে এখন

আর সেই ফেসবুকই ভাঙছে অনেক আত্মীয়তার  বন্ধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...