![]() |
মমতা চক্রবর্তী |
হন্তারক
। মমতা চক্রবর্তী ।
অভিজাত - উল্লাস শেষে
প্লাস্টিক - পাহাড় জমে
ঘন জনবসতির পাশে
নির্জন রাস্তায়
নিশ্চতন মানুষের
বেয়াদব বিচরণে
বিধ্বস্ত নদীর চর
আনূয়া -খাল -বিল
পাহাড় ...
সব , সবকিছু লন্ডভন্ড
মানুষ নিজেই নিজের হন্তারক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন