এবার জেগে উঠো

এবার জেগে উঠো

 

   সুনীল রায়

 

দেরী হয়েছে অনেক এবার জেগে উঠো

অনেক সহেছ অত্যাচার আর অবিচার

যতো নিপীড়িত, অবহেলিত, জাগো এবার

হিসাব চাই, বিচার চাই, এবার জেগে উঠো।

 

শিশু ধর্ষণ, কুমারী ধর্ষণ, প্রতি মুহূর্তে ধর্ষিতা নারী,

এটা নয় ভারতের সংস্কৃতি, মা ডেকে পুঁজো করি।

যেখানে অনিয়মই নিয়ম, যেখানে যতো অনাচার,

যদি বিচার নাহি পাই করো পণ করিবো বিচার।

 

দেরী হয়েছে অনেক, এবার জেগে উঠো

তোমার বোন, কন্যা, মাতা, তোমার দেবতা

তোমার সমাজ, তোমার দেশ ডাকছে ঐ,

আর করো না দেরী , এবার জেগে উঠো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...