এবার জেগে উঠো
সুনীল রায়
দেরী হয়েছে অনেক এবার জেগে উঠো
অনেক সহেছ অত্যাচার আর অবিচার
যতো নিপীড়িত, অবহেলিত, জাগো এবার
হিসাব চাই, বিচার চাই, এবার জেগে উঠো।
শিশু ধর্ষণ, কুমারী ধর্ষণ, প্রতি মুহূর্তে ধর্ষিতা নারী,
এটা নয় ভারতের সংস্কৃতি, মা ডেকে পুঁজো করি।
যেখানে অনিয়মই নিয়ম, যেখানে যতো অনাচার,
যদি বিচার নাহি পাই করো পণ করিবো বিচার।
দেরী হয়েছে অনেক, এবার জেগে উঠো
তোমার বোন, কন্যা, মাতা, তোমার দেবতা
তোমার সমাজ, তোমার দেশ ডাকছে ঐ,
আর করো না দেরী , এবার জেগে উঠো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন