![]() |
রাহুল দাস |
। রাহুল দাস ।
প্রিয় তোমায় ভালোবেসেছি
কিন্তু পেলাম শুধু ছলনা।
আশা ছিলো তোমায় নিয়ে
বাঁধবো আমার কুঁড়ে ঘরখানা।
কিন্তু শেষে তুমি সে হায়,
করলে এমন প্রবঞ্চনা।
প্রথমে বললে আমায় -
বিয়ে করবো তোমায়,
যদি রাজি হয়ে যায়
আমার পরিবারের লোকজনা।
বিয়ে করার মিথ্যে আশা দিয়ে
হঠাৎ অসম্মতি প্রকাশ করে
ভাঙলে আমার হৃদয়খানা।
কিন্তু তবুও ভুলি নাই হায়,
আমি যে তোমায়
ভালোবাসার স্মৃতি হিসেবে
রেখে দিলাম তোমার নামে
আমার মেয়ের নামখানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন