অচেনা পৃথিবী

। মানসী সিনহা ।

১.

আর ভালো লাগে না এই অচেনা পৃথিবী

দাও ফিরিয়ে আমায় সেই

অনন্যা মূর্ত্ত স্মৃতি

 

২.

এই পৃথিবীর সবকিছুই এখন

বড়ই অচেনা

নিস্তব্ধ - নিঃশব্দ - নিরবচ্ছিন্ন

অমোঘ যন্ত্রণা

 

৩.

অবশেষে মেনে নিলাম

জীবনের সকল বিড়ম্বনা

মন আমার উদ্বাস্তু

নিশ্চিদ্র রজনীর শতেক

           ভাবনা----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...