অচেনা পৃথিবী

। মানসী সিনহা ।

১.

আর ভালো লাগে না এই অচেনা পৃথিবী

দাও ফিরিয়ে আমায় সেই

অনন্যা মূর্ত্ত স্মৃতি

 

২.

এই পৃথিবীর সবকিছুই এখন

বড়ই অচেনা

নিস্তব্ধ - নিঃশব্দ - নিরবচ্ছিন্ন

অমোঘ যন্ত্রণা

 

৩.

অবশেষে মেনে নিলাম

জীবনের সকল বিড়ম্বনা

মন আমার উদ্বাস্তু

নিশ্চিদ্র রজনীর শতেক

           ভাবনা----


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...