আলোকরশ্মি


। ড. অর্পিতা দাস। 

এখনো মন খারাপের রাতে 

সন্ধ্যা ঘনায় সারা মন প্রাণ জুড়ে।

সব একাকীত্ব জড়ো হয়ে 

মুখ অবগুণ্ঠিত হয় বইয়ের ভাঁজে।

দুদণ্ড শান্তি আসে 

বাঁধন হারা স্বপ্নের অভিলাষে।

বিষাদময়তা কেটে যায় 

এভারেষ্টের চূড়ায় সূর্যোদয় 

অবলোকনের দিবাস্বপ্নে।

৪টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...