। ড. অর্পিতা দাস।
এখনো মন খারাপের রাতে
সন্ধ্যা ঘনায় সারা মন প্রাণ জুড়ে।
সব একাকীত্ব জড়ো হয়ে
মুখ অবগুণ্ঠিত হয় বইয়ের ভাঁজে।
দুদণ্ড শান্তি আসে
বাঁধন হারা স্বপ্নের অভিলাষে।
বিষাদময়তা কেটে যায়
এভারেষ্টের চূড়ায় সূর্যোদয়
অবলোকনের দিবাস্বপ্নে।
দারুন কবিতা আবৃত্তি
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুন