প্রতিক্ষার প্রতি মুহূর্ত

                । সজল দাস ।

মাছরাঙ্গা পাখির ঠোঁটে ভর করে 

প্রতিদিন সাতরঙা সূর্য নামে,

বিষন্ন বৃষ্টি ভেজা দুপুরে চিলের কান্নায়

ভিজিয়ে দিয়ে যায় হৃদয়ের সব অলিন্দ।

স্মৃতির গ্যালারিতে জমা হয় প্রতিদিন প্রিয় মুখ,

মৃদু হাসি,চেনা অচেনা কিছু শব্দ যা চির পরিচিত।


দূর্বা দলে সঞ্চিত সেই নীরবিন্দু,ভালোবাসার নতুন পৃথিবী।


যতবার স্পর্শেছি তোমার উষ্ণ রক্তিম অধর,ললাটে দীর্ঘ চুম্বন।

মৃদু কন্ঠে হেসেছো আপন মনে ভালোবাসার গান গেয়ে।

চোখের বাঁকা চাহনি,অবনত হয়েছে মৃদু হাসিমুখ।


লজ্জায় নাকি আরও কিছু পাওয়ার প্রত্যাশায়....


বুঝতে সময় লেগেছিল,ফুরিয়ে গেছে দিনের শেষ প্রহর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...