ভালোবাসা এমন কেনো

সানি ভট্টাচার্য

তোমার ভালোবাসার অন্তহীন জবাব দিয়ে যাবে হৃদয়

আমি থাকি না কেনো যেখানেই।

হৃদয়ে ভালোবাসা নিয়ে বেঁচে আছি

হ্যাঁ, থাকবো হয়তো তোমার ভাবনা নিয়ে আরো কিছু বছর।

তোমার ভালবাসার লেনদেন হয়তো বা বাকি আছে!

সকাল হোক বা বিকেল তোমার ভাবনা নিয়ে বেঁচে থাকব আজীবন।

আমি যখনই একা থাকি শুধু প্রহর গুনে ভাবি,

হয়তো ব্রহ্মাণ্ডের তারামন্ডলে তোমার বসবাস।

আকাশের নীল রঙ তোমায় স্পর্শ করতে আমায় বারণ করে।

রাতের স্বপ্নে আমার শিউরে জাগে তোমার শিহরণ!

আমার শিরায় লোহিতকণা হয়ে তোমার ভালবাসা যাত্রা করে অবিচল।

 এভাবেই হয়তো আমরা বেঁচে থাকবো ভালোবাসার ছায়াপথে

যুগ থেকে যুগান্তর ধরে দুর দেশে কিংবা বিদেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...