এই বর্ষা,থামবি তুই?

শিবানী গুপ্ত 

[ প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১) ]

   শিবানী গুপ্ত ।

এই বর্ষা,থামবি তুই ?

যায় না সহা প্রাণেতে,

দিনেরাতে ঝরে চলিস

অতিষ্ঠ তোর দানে তে।


কোথা থেকে পাস বাপু তুই 

এতো এতো জল রাশি,

আকাশভরা মেঘটা ঢালিস

 ধরনী যে যায় ভাসি।


অবিরাম তোর ধারা জলে

দিশেহারা মানুষ প্রাণী,

ঘরবাড়ি সব জলের তলে

আশ্রয় খুঁজে হয়রানি।


দেখতো চেয়ে ধরার বুকে

দুর্গা পূজো- এসে গেছে ,

তুই কি চাস আনন্দটা

কাঁদা ঘেঁটে যাক কেঁচে?


শোন্ রে বর্ষা বেশতো জানিস

বিদায় তোকে নিতেই হবে,

নিয়তির এ নিয়মটা তাই

মানেনি বল কে কবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...