আচ্ছন্ন কুয়াশার সংরাগে


     । অজিত দেবনাথ ।

 

     জানালার কার্নিশ টপকে বেরিয়ে আসে শব্দের মিছিল

     নির্বোধ পৃথিবীর হাতে স্মারকলিপি তুলে দিবে বলে

     রাজপথে হারায় কত গ্ৰথিত সংলাপ

     নিদ্রাহীন রাতের ত্রস্ত পদচারণ

     ধুলোর মলাটে  বন্দি হবে বলে বিকেলের ঝাপসা রোদ

     নীরবে হেঁটে যায় পৃথিবীর নিবিড় আঙিনায়

     যেখানে অনিবার্য শূন্যতায় ভেসে থাকে অন্ধকারের আত্মপরিচয়,

     প্রতীক্ষার অনুপুঙ্খ আর জীবনের কিছু অন্ধবিন্দু

     নিঃসঙ্গ বোধিসত্ত্বের প্রগাঢ় আত্মদহন

     স্তরবিন্যাসের এই প্রস্বরটুকু জলের ভিতরে খুঁজে নেয় মেঘের বীক্ষণ

     যদি বৃষ্টি হয়ে ঝরে সৃষ্টির কণ্ঠস্বর

     গম্বুজ ফেটে যায় আলোর নির্মোক তাপে

     বিনির্মিত হয়ে ওঠে খণ্ডিত পরিসর

     বিন্দু বিষে ভরে যায় গোপন সুড়ঙ্গ

     তুমিও কি তবে থেকে যাবে চিহ্নায়নের আড়ালে,

     আচ্ছন্ন কুয়াশার সংরাগে?

     কোলাহলে ভেঙে যায় কাঙ্ক্ষিত নৈঃশব্দ্যের অনুগত পাণ্ডুলিপি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...