তুমি রবে অমর -অনন্ত

প্রতাপ : অনলাইন-৩৪

। রাহুল দাস।

হে অমর শিল্পী 

তুমি রবে নীরবে,

চিরদিন সবার অন্তরে ...


নানা ভাষায় গেয়ে গান

স্নেহ ভালোবাসার বন্ধনে 

জড়িয়েছো সবার প্রাণ।

অনুরাগের ছোঁয়া দিয়ে,

আশার জ্বেলে আলো,

কেন গেলে চলে,

লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীদের ছেড়ে 

অজানা অচিন দেশে।


তোমার এই মহাপ্রয়াণে

সবাই আজ খুবই ক্ষুণ্ণ।

 সশ্রদ্ধ প্রণাম হে অমর শিল্পী 

তুমি রবে নীরবে,

সদা অমর -অনন্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...