দুর্গা মা

। প্রমিলা দাস ।

 

ভুবনমোহিনী মা আমার আসছে

খুশির জোয়ার আনন্দের বন্যা বয়ে

আলতা রং পা, কালো কাজল নয়নে

কাশ ফুল আর শিউলির সুবাসে

পাখিদের কোলাহলে শীতের আলাপন।

মা আসবে এবার নতুন আলো নিয়ে

সে আলোতে দেখবে সবার রূপের বাহার,

কৃপা করে বাসাও মোদের দয়ার সাগরে।

আঁধার পরে আলো, আলো পরে আঁধার আসে বারবার

তবে মা তোমার আগমন কেন বর্ষে একবার।

নিয়ত না করিলে বাস হবেনা দূর্গতী নাশ,

আমার এ অভিলাষ কখনো যাবে না দূরে

থাকবে সদা মোদের মন মন্দিরে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...