মায়ের মত


স্বাতীলেখা রায়

। স্বাতীলেখা রায় ।

মাকে হারিয়েছি খুব বেশিদিন হয় নি 

তবু জীবন থেমে থাকে কোথায় 

নিয়ত সূর্য উঠে-ঢলে 

বর্ষা যায় শরৎ হাসে 

শীত যায় বসন্ত আশে 

রন্ধ্রে রন্ধ্রে গা ঝাড়া দেয় চাপা কান্না 

হাসির রোল উঠে 

থেমে যায় কথা 

 সব কিছুর শেষে 

হিসেব মিলিয়ে দেখি 

কোনো শব্দ এমন নাই 

যা আমার মায়ের চেয়ে বড় 

তবু জীবন সে তো আমার মায়ের মত 

সয়ে চলে হয়ে চলে বয়ে চলে আমার আমিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...