শূন্য মনের মানুষ

মাম্পী দাস
প্রতাপ : অনলাইন-২৭

। মাম্পী দাস ।

আমি নির্জন অন্ধকারে

আগাছায় পড়ে থাকা একবিন্দু শিশির

সূর্য উঠেই প্রথম যাকে চুষে নেয়।


আমি পৃথিবীতে আসা ওই সেই অভাগিনী

যে শূন্য থলিতে বের হয়ে

শূন্য থলিতেই ঘরে ফিরে।


আমি হাজার ফুলের মধ্যে হেরে যাওয়া এক সাধারণ ফুল।

যে একবার মূর্ছে গেলে কেউ তার দিকে ফিরে তাকায় না।


আমি আকাশ পানে চেয়ে থাকা ওই সেই চাতক।

বছর ধরে যার মুখে পড়ে না এক ফোঁটা জল।


আমি সেই শূন্য প্রেমিকা।

শূন্যে থেকে থেকে যে শূন্যকেই আপন করে নিয়েছে।


আমি ওই সেই শূন্য মনের মানুষ।

যে শূন্য আকাশে ঘুরে ঘুরে শুধু শূন্যকেই কাছে টানে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...