। মাধুরী দাস ।
যে সুরে ভরে ওঠে মন, আজ সে সুরই নিঃশব্দ,
তবু প্রতিধ্বনিতে বাজে তোমার অমর কণ্ঠ।
তুমি গান গাইলে, নিস্তব্ধ রাতও জেগে ওঠে,
অশ্রুঝরা মনও খুঁজে পায় শান্তির আলো।
তোমার কণ্ঠে আছে ভোরের শিশিরের কোমলতা,
আবার আছে ঝড়ের মতো শক্তির গর্জন।
ভালোবাসা, ব্যথা, স্বপ্ন আর স্মৃতির সব রঙ—
তুমি এক সুরেই বেঁধে দাও জীবনের ক্যানভাস।
অসমের পাহাড়, নদী আর সবুজ চা-বাগান—
তোমার গানে যেন নতুন প্রাণ খুঁজে পায়।
যেনো এই মাটির গন্ধে ভরে ওঠে প্রতিটি রাগিণী,
যেনো এই আকাশ তোমার সুরে চিরকাল প্রতিধ্বনিত।
শুধু শিল্পী নও তুমি,
তুমি মানুষের আবেগের ভাষা।
তুমি আমাদের অশ্রুর আড়ালে হাসি,
তুমি ভাঙা স্বপ্নের ভেতরে নতুন জাগরণ।
আজ, কাল, অনন্তকাল—
অসমবাসীর হৃদয়ে সর্বদা তুমি থাকবে।
কারণ সুর কখনো মরে না,
সুর তো সময়কে ছাপিয়ে বেঁচে থাকে চিরকাল।
তুমি অমর, তুমি অবিনশ্বর,
তুমি আমাদের হৃদয়ের অন্তহীন সুর—
আমাদের জুবিন দা, আমাদের গর্ব,
আমাদের ভালোবাসার চিরন্তন প্রতিধ্বনি।
খুব সুন্দর হয়েছে আরো এগিয়ে যাও ❤️👍
উত্তরমুছুনখুব সুন্দর হয়েছে আরো এগিয়ে যাও ❤️👍
উত্তরমুছুন