।
। রাজন দাস ।
ভারতের গৌরব, অসমের সন্তান,
জুবিন গার্গ তোমার নাম,
শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র,
তুমি ছিলে কত মহান।
বিচ্ছেদ হোক বা মিলনের গান,
তোমার কণ্ঠেই গানে মিলত প্রাণ।
তোমার এই অকাল প্রয়াণ,
স্তব্ধ ভারতবাসীর হৃদয়ে থাকবে
অমর সুরের টান।
অসমের আজ আকাশ জুড়ে
বেদনার বাতাস চলছে বয়ে।
শ্রোতাদের হৃদয়ে তুমি-ই থাকবে,
তোমার কণ্ঠসুর চিরদিন বাঁচবে।
চলে গেলেও হারাইনি তোমায়,
মিশে আছো মোদের হৃদয়-মন্দিরে।
শ্রদ্ধাঞ্জলি জানাই তোমায়
আমার এই কবিতার মাধ্যমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন