অচেনা কবিতা

    রূপালী রায়

 

আমি পাহাড় খুঁজতে যাই যখনই

গল্প খুঁজে ফেলি।

রং- এর নেশায় মাতাল হয়ে

খেলি রং-এর লুকোচুরি।

আমি ভীষণভাবে স্বপ্নে বিভোর

স্বপ্ন সাজে বাঁচি।

আমি দু দন্ড শান্তির খোঁজে

মেঘের কাছে মুখ গুজি।

আমার ভীষণ রকম নদী দেখার সাধ 

আমার গানের কথাগুলো

আমার মন শুধু জানে।

আমি সকাল সন্ধ্যা গান গেয়ে যাই

 ছন্দ, রাগে আপন মনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...