সতীর জন্য

 প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

            অসিত চক্রবর্তী

ভেবেছিলাম, চুপিসারে অন্ধকারেই বেরুবো

কেউ বলবে না , -- যাচ্ছো কোথায়?

কার সাথে? কেন যাচ্ছো? কোথায় যাচ্ছো?

প্রশ্নের পর প্রশ্ন! প্রশ্নবান....

বিদ্ধ ভীষ্ম

ফুল নয়- শরসজ্জ্ব্যায় কেউ যদি আসতে চাও,

কে সেই নারী -- চলে এসো।

আমার পাশে শোবে,

চারদিকে ধূয়ো আর অস্ত্রের শব্দে, মৃতের ভিড়ে

আলো নিভে গেলে অন্ধকারের চাঁদর মোড়ে

আমরা দুজনে শোব, ভয় নেই।

আমার ইচ্ছামৃত্যু নেই,

তবে ইচ্ছেযন্ত্রনা আছে

সে যন্ত্রণার দহনে কোন সে সতী

চলে এসো,

অসিতে আজ সতীদাহে

অগ্নির চুম্বনে প্রতিচুম্বনে লাল হবো আমরা।

চোখের সামনে  আরেক জয়ী যুধিষ্ঠির আসলে

তাঁকে আশির্বাদ করে তবেই যাবো


প্রশ্ন? ধূয়ো? -- সেতো থাকবেই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...