প্রতিচ্ছায়়া

প্রদীপ চন্দ্র দাস

 

 এসো এসো এসো তুমি

             রাগ, অভিমান ছাড়ি

পড়িয়ে দেব তোমার গলে

       ভালোবাসার মালাখানি।

 

তোমার বিরাগ, তোমার অনুরাগ

   হৃদয়মাঝে  রেখেছে যে দাগ,

     অনুপ্রেরণা আজও কত দেয়

             অনুরাগের সেই দাগ।

 

তুমি প্রিয়তমা, তুমি সম্মোহনী

    স্বপ্ন-সঙ্গীতের  রাগ-রাগিনী,

       তুমি আমার  অমর কাহিনী

              তুমি আমার  সঞ্জীবনী।

 

থাকিও তুমি, যেখানে থাকি

     তুমি যে আমার  স্বপ্ন - সুন্দরী।

          তোমাকে নিয়ে রমণ করি

                আমার  স্বপ্নের নগরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...