পরকীয়া

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

সুচরিতা দাস

। সুচরিতা দাস ।

 আজকাল তার অন্যের মিষ্টি হাসি বেশ মনে ধরে,

অন্যের রূপ যৌবন অধিক আকর্ষণ করে। 

লোক লজ্জার তার আজ আর নেই ভয়, -

সে সব মূল্যবোধের মাথা খেয়ে পরকীয়া আক্রান্ত।

আড়ালে লুকিয়ে ফিসফিসিয়ে কথা বলে, 

রাতভর মোবাইল ফোনে মেসেজ মেসেজ খেলা চলে, 

সে অন্য কাউকে নিয়ে বড়ই ব্যস্ত, 

সুখের হাসি মুখে নিয়ে সে পরকীয়ায় লিপ্ত।

সে আজ বেপরোয়া নেই কুন্ঠা, নয় সে অনুতপ্ত, -

সে আজ অমোঘ মোহে সম্মোহিত, সে পরকীয়ায় আসক্ত। 

সে সব বাঁধন ভেঙে আবেগে মত্ত, 

সব বিশ্বাসের ভিত নাড়িয়ে আজ সে পরকীয়ারত। 

সভ্যতার অঙ্গ বলে চালিয়ে দেবার আপ্রাণ প্রয়াস! 

পরকীয়ায় পরাজিত আজ ভালো মানুষদের ভালোবাসার অবকাশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...