আমাদের প্রিয় জুবিন দা

প্রতাপ : অনলাইন-৩৪

। অপর্ণা কুমার ।

হারিয়ে গেলেন

আমাদের প্রিয় কণ্ঠশিল্পী জুবিন দা।

কিন্তু আজও তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে।


আমাদের মধ্য থেকে

জলের স্রোতের মতো হারিয়ে গেলেন,

ধূলির মর্ত্য থেকে

স্বর্গে চলে গেলেন।


বিভিন্ন ভাষায় গেয়েছেন তিনি গান,

যতদিন থাকব পৃথিবীতে

শুনব হারিয়ে যাওয়া জুবিন দার গান।


ভুলতে পারব না

আমাদের প্রিয় কণ্ঠশিল্পীকে।

থাকবেন আজীবন কবিতার খাতায়।


যেখানেই থাকেন—

ভালো থাকবেন, সুখে থাকবেন

আমাদের প্রিয় জুবিন দা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...