প্রেমকথা

 

      । শর্মী দে । 

         (১)

আবছায়া ভোরের গায়ে লেগে থাকে 

কিছু কৌতূহল!

কিশোরীর মধুবনী পাড়েও লেগে 

আছে মোহনার গন্ধ

সরবতী রাত আশ্রয় নেয়

তোমারই নিছক খেয়ালে।।


     (২)

তোর বুকে আমারই এক রঙা শার্ট

অগভীর ক্ষতের চারিপাশে আমারই নদী

জনাকীর্ণ এক শহর--

অন্ধকার হয়ে আসছে, ঘুমিয়ে নে!


(৩)

কার্ণিশের টুপটাপ বৃষ্টি 

অন্তর্বাসটা ভিজিয়ে দিলো

ছিঃ, গাছেদের কাঁদতে নেই!

পোড়া আগুনের উত্তাপে

সৃষ্টি মেখে নে...

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...