ব্যর্থ সমাজ

সুকান্ত দাস
[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

            ব্যর্থ সমাজ

         । সুকান্ত দাস ।

যে নারী দিয়েছে জন্ম তোমায়,  হে পুরুষ

তুমি প্রতিনিয়ত করেছে তার হত্যা !

মানুষের মুখুশের আড়ালে থাকা ওই অসভ্য প্রাণীগুলো

সাজা কি তারা পাবেনা?

যতই করিনা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

ওরা তো শাস্তি পাবেনা

সরকার যদি মানব সেবার্তে হ্য়

তাহলে কেনো, কেনো কঠিন আইন নেই দেশে?

আমরা কি এভাবেই একে একে  হারিয়ে ফেলবো

আমাদের সমস্ত দেবী, মাতৃ, ভগিনী, কন্যা

মৌমিতার মত ডাক্তার এর বেসে?

দুঃখিত, কিছু লোক আছে যারা আড়ালে যাচ্ছে হেসে

 

এসো, প্রতিবাদের মশাল জ্বালিয়ে

কন্যাদের সুরক্ষিত পথ দেখিয়ে দেই

এই সোনার ভারত দেশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...