জীবনটা বড়ই অদ্ভুত ও বিচিত্র


। প্রণীতা দাস ।


বিচিত্র এই জীবনে ঘটে চলে

অসংখ্য বিচিত্র সব ঘটনা।

হাঁসি কান্না, আনন্দ বেদনা

দুঃখ সুখ, ভালো মন্দের মিশেলে 

এগিয়ে চলে জীবনখানা।


কখনও মুক্ত পাখির মতো

কখনও বা চুপসে যাওয়া ফুলের মতো

হারিয়ে যায় কত চেনা মুখ

কত শত স্মৃতি.....


নীল নীলিমায় দূরে কোথাও

মন যে হারায় ব্যাকুলতায়।

জীবন বড়ই অদ্ভুত ও বিচিত্র

ইচ্ছা অনিচ্ছায় স্রোতের বেগে

বয়ে নিয়ে যায় ।।

৩টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...