শারদ সঙ্গম

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

সুরজ শুক্লবৈদ্য

। সুরজ শুক্লবৈদ্য ।

আকাশে চিন্তন মনন,

যে দিকে দেখি যে আগমন

মাটি অপেক্ষায় আছে,

অগ্নিও তাই,

জলও তাই,

চারিদিকে এক অদ্ভুত আনমনা,

সৃষ্টির এ কেমন বিড়ম্বনা– 

কখনও মেঘের গর্জন,

কখনও আবার উঠোনফাঁটা চিলচিলে রোদ্দুর।


প্রকৃতি জানে, এ যে উৎসবের সুর

তবু মনের ভেতর নীরবতা ঝরে

মৃত্যুর মতোন শূন্যতা ঢেকে দেয়–

আনন্দের হাসির অন্তর্গত মর্মে।

তারই মাঝে শিউলির পূর্ণতা,

কাশের মাঠে গ্লানিহীন মুগ্ধতা

ঢাকের বাদ্যে মৌন মন জাগে

অন্ধকার ভরে যায় নতুন আলোতে


দিকে দিকে উৎসবের সূচনা,

ভরে দেয় মনপ্রাণ,–অন্তত;

শুধু কিছুক্ষণের সেই অনুভূতি,  এ শারদ প্রহরে

তবুও আনন্দ ভরে উঠে শূন্যতার ঘরে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...