হৃদয় হরিণী

   প্রতাপ : অনলাইন-৩২ 

               । সুমন দাস ।

তুমি এসেছিলে হঠাৎ, বসন্তের মতো,

চোখে তোমার ছিল অনন্ত নীরবতা।

আমি ডেকেছিলাম নাম ধরে—

তুমি হেসে বলেছিলে, “আমি হৃদয় হরিণী?”


তোমার ছায়া হাঁটত আমার পাশে,

বাতাসে মিশে যেত কথার আশ্বাসে।

তবু একদিন চুপিচুপি তুমি চলে গেলে,

আমার অন্তর একা, নিরাশ হয়ে রইল।


তুমি বুঝলে না, হরিণীরা শুধু দৌড়ায় না,

তারা রেখে যায় পায়ের ছাপ—হৃদয়ের ভিতর।

আজও আমি সেই ছাপগুলো খুঁজি,

তোমার অস্তিত্ব মিশে গেছে বাতাসের মাঝে।


আজ আমি ডাকি—হৃদয় হরিণী!

ফিরে এসো না, শুধু থেকো স্মৃতিতে।

যেখানে তুমি ছিলে আলো হয়ে,

সেখানে আমি থাকি ছায়া হয়ে।


তোমাকে ভালোবেসেছিলাম বলে নয়,

তুমি চলে গেছো বলেই আজ এত ভালোবাসি।

কারণ উপস্থিতির চেয়ে অনুপস্থিতি বেশি বাজে হৃদয়ে,

আর তুমি আজ শুধু এক অনুপস্থিতি, যার নাম—চিরপ্রেম।

  

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...