আলোর ঠিকানা

 প্রতাপ : অনলাইন-২৭

রঘুনন্দন ভট্টাচার্য্য

। রঘুনন্দন ভট্টাচার্য্য ।

মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে যখন উড়ান ভরি,

মাটির চঞ্চলতা তখন হারিয়ে যায় -

ঠিক বাদুড় বা চামচিকার ডানার শব্দের মত।


কেউ জানে না কোন অভিমান নীরবে কাঁদে,

অনুভূতিরা পাড়ি দেয় মায়াবী ঘুমের দেশে,

শীতল মেঘের স্পর্শে তারা ভুলে যায় নিজেকে!


অন্ধকার আকাশ শুষে নিলে পৃথিবীর আলো,

মাটি নিঃস্ব হয় না, আঁধার কণা হয় সম্পৃক্ত,

আগন্তুক আলোর অঙ্গীকার হয় সুদৃঢ়।


পথের টানে চলতে চলতে পা দুটো শিথিল হয়,

চলার ইচ্ছা একসময় মিলায় মহাশূন্যে,

আঁধার চিরে খেয়ালী মন উড়ে যায় আঁধারে,

হয়তো স্মৃতির পালক কোথাও ছুঁয়ে থাকে নীরবে!

হয়তো এ স্মৃতি তোমার পালক হয়ে ছুঁয়ে থাকে!


নিশ্ছিদ্র আঁধার বুকে নিয়ে পাড়ি দিলে নিশ্চিন্তে -

প্রথম আলোর ঠিকানা উঁকি দেয় অন্তরে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...