প্রতিনিধি

            । অপাংশু দেবনাথ ।

 

আলোকিত শূন্যতাকে অতিক্রম করতে পারছিনা,

আমার চারিদিকে হেঁটে যাচ্ছে অর্ধমৃত মানুষের শরীর,

জনান্তিকে কে যেন বলে গেলো আমিও তাদেরই একজন।

 

স্পর্শদূরত্বে তাকিয়ে আছে মৃতপ্রায় মানুষের চোখ।

 

এই বিষময় আলোর শহরে কোনোভাবেই

মৃত্যুকে এড়াতে পারছি না,

অভূক্ত তন্দ্রাচ্ছন্ন মানুষের প্রতিনিধি আমি,

এখনই তুমিও এসো তাদের পাশে গিয়ে দাঁড়াই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...