[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]
। সনথ রায় ।
আমি সেই অভাগা প্রেমিক
যে বুক ফুটিয়ে ভালবাসতে জানে,
কিন্তু, মুখ ফুটিয়ে বলার সাহস নেই।
আমি সেই অভাগা প্রেমিক
যে ভালোবেসে আগলে রাখতে জানে,
কিন্তু, ওর পছন্দের টিপ কিনার সামর্থ্য নেই।
আমি সেই অভাগা প্রেমিক
প্রেমিকার পছন্দের মানুষ হতে পারলেও,
যোগ্য পুরুষ হওয়ার সামর্থ্য নেই।
আমি সেই অভাগা প্রেমিক
যার চাওয়ার আশা হাজার হলেও,
পাওয়ার আশঙ্কা সদাই শূন্য হয়।
আমি সেই অভাগা প্রেমিক
যার হাতের গোলাপ ফুলেও,
কাঁটার ন্যায় আঘাত করে।
আমি সেই অভাগা প্রেমিক
প্রেমিকার কণ্ঠ শোনার আশায়,
যে সহস্র বছর জাগিয়া যায়।
আমি সেই অভাগা প্রেমিক
যে প্রেমিকাকে পাওয়ার পূর্বেই,
হারিয়ে ফেলা নিকৃষ্ট ব্যক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন